নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন ভারতীয় ক্রীড়া জগতের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী। ফুটবলের পাশাপাশি তিনি ক্রিকেটেও সমানভাবে পারদর্শী ছিলেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন এই বহুমুখী প্রতিভাসম্পন্ন বাঙালি।
লকডাউনের জেরে ইডেনে তাঁর স্মরণসভা আয়োজন করা এইমুহুর্তে সম্ভব নয়। তাই ডিজিটাল মিডিয়ার মাধ্যমেই স্মৃতিচারণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করবেন ক্রীড়াপ্রেমী মানুষজন। এমনই উদ্যোগ নিল এ রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থা। সি.এ.বি র অফিসিয়াল ফেসবুক পেজে একটি মেল আইডি (homage.cab@gmail.com) দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট মেল আইডিতে আগামী ৯ ই মে বিকেল অব্ধি লেখা পাঠানো যাবে। ১০ ই মে চুনী গোস্বামীর শ্রাদ্ধানুষ্ঠানের দিনই সিএবির সোশ্যাল মিডিয়ায় সমস্ত লেখা আপলোড করা হবে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সি.এ.বির তরফে ফের স্মরণসভার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।