নিজস্ব সংবাদদাতা : সামনেই বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা মানেই ঘুড়ির খেলা। কিন্তু ঘুড়ি ওড়াতে গিয়ে বারবার ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ চিনামাঞ্জা। আর এর জেরে বারেবারে দুর্ঘটনার শিকার হচ্ছেন বহু মানুষ। কোলকাতা তো বটেই এমনকি জেলাতেও চিনা মাঞ্জার করাল গ্রাসে দুর্ঘটনার শিকার হচ্ছেন বহু মানুষ।
এবার চিনা মাঞ্জা আটকাতে তৎপর পুলিশ। বুধবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া ও পেঁড়ো থানা এলাকার একাধিক জায়গায় অভিযান চালায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখা। সূত্রের খবর, অভিযান চালিয়ে খোলা বাজারে বিক্রি হওয়া চিনা মাঞ্জা বাজেয়াপ্ত করেছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। জেলা পুলিশের এক পদস্থ কর্তা জানান, চিনা মাঞ্জা রুখতে তৎপর পুলিশ। আগামীতেও এই অভিযান চলবে।