নিজস্ব সংবাদদাতা : একটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিল এলাকার কয়েকজন যুবক। জানা গেছে মঙ্গলবার রাতে বাগনান-১ ব্লকের পূর্ণাল পূর্ণাল বটতলায় একটি দীর্ঘকায় চন্দ্রবড়া সাপকে দেখতে পায় গ্রামের তিন যুবক। সাময়িক ভাবে তারা আতঙ্কিত হলেও সাপটিকে না মেরে বন দপ্তরের হাতে তুলে দেবার সিদ্ধান্ত নেয় ।
তারপরেই সাপটিকে একটি প্লাস্টিকের জারের মধ্যে রেখে বন দফতরের সঙ্গে যোগাযোগ করেন এই তিন যুবক ইন্দ্রজিৎ জানা,অসীম জানা ও মন্টু জানা।রাতেই সাপটিকে এলাকা থেকে উদ্ধার করে নিয়ে যায় বন কর্মীরা। আপাতত সাপটিকে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। পরে সেটিকে যথাযথ জায়গায় ছেড়ে দেওয়া হবে।