ভারত-বাংলাদেশ সীমান্ত নিয়ে প্রশ্ন উলুবেড়িয়ার সাংসদের, উত্তর দিল কেন্দ্র

By superadmin

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে যে অবণতি হয়েছে তা একাধিকবার নানাভাবে সামনে এসেছে। বিশেষত, দু’ই বাংলার সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার দেওয়ার সময় উত্তেজনার ছবিও সম্প্রতি উঠে এসেছে। এমনই পরিস্থিতিতে সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন করেছিলেন উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সাজদা আহমেদ। মঙ্গলবার সেই প্রশ্নেরই উত্তর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী। জানা গেছে, উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদের প্রশ্ন ছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কতটা? কত কিলোমিটারে কাঁটাতারের বেড়া রয়েছে এবং কতটা জায়গায় নেই? যে জায়গায় কাঁটাতারের ফেন্সিং নেই সেখানে কেন নেই? — এরই উত্তর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উত্তরে জানিয়েছেন, ভারত-বাংলাদেশের মধ্যে সীমান্ত রয়েছে ৪০৯৬.৭ কিলোমিটার। এর মধ্যে ৩২৩২.১৮ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। ৮৬৪ কিলোমিটার এলাকায় এখনো কাঁটাতার দেওয়া বাকি। তবে অবশিষ্ট ১৭৪ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব নয়। কী কারণে তা কাঁটাতার দেওয়া যাবে না সেব্যাপারে স্পষ্ট করে কিছু কেন্দ্রের তরফে জানানো। তবে মনে করা হচ্ছে, ভৌগোলিক কারণেই হয়ত সংশ্লিষ্ট এলাকায় বেড়া দেওয়া সম্ভব নয়।