নিজস্ব সংবাদদাতা : কোলকাতার পাশাপাশি এবার বিভিন্ন জেলায় দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভাল বঙ্গবাসীর নজর কেড়েছে। এবার কার্নিভালে মাতল আমতার ‘লক্ষ্মীগ্রাম’ খালনা। মঙ্গলবার বিকালে আমতা-২ ব্লকের খালনা গ্রামে লক্ষ্মীপুজোর বর্ণাঢ্য কার্নিভালের আয়োজন করা হয়। এই সুশোভিত কার্নিভালে অংশ নিয়েছিল খালনা গ্রামের বেশ কিছু বড়ো পুজো কমিটি। প্রত্যেকের ভাবনায় ছিল অভিনবত্ব। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
পাশাপাশি আদিবাসী নৃত্যের ছন্দে, ধামসা-মাদলের তালে, ঢাকের রবে মেতে উঠেছিল খালনা গ্রাম। কার্নিভাল দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। উল্লেখ্য, বাংলার বুকে ‘লক্ষ্মীগ্রাম’ হিসাবে হাওড়ার খালনা গ্রামের পরিচিতি। খালনা গ্রামজুড়ে কয়েকশো লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হয়। বিভিন্ন সর্বজনীন পুজোর পাশাপাশি থাকে বাড়ির পুজো ও গোষ্ঠীরপুজো। খালনার ঐতিহ্যবাহী লক্ষ্মীপুজোকে তুলে ধরতেই বর্ণাঢ্য কার্নিভাল অনুষ্ঠিত হল।