নিজস্ব সংবাদদাতা : প্রায় সাত মাস ধরে বেতন না পেয়ে উলুবেড়িয়া বিএসএনএল অফিসে তালা লাগিয়ে দিল অস্থায়ী কর্মীরা।এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে কর্মীরা তাদের দাবি দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের টালবাহানায় তাদের বকেয়া বেতন না দেয়ার জন্যই এই ধরনের সিদ্ধান্ত অস্থায়ী কর্মীরা নেন। আজ তারা অফিসের সমস্ত কর্মীকে বাইরে বার করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেয়।
তাদের আরও দাবি দীর্ঘদিন ধরে তারা কর্তৃপক্ষের কথায় এই জরুরী পরিষেবার কাজে কাঁধ মিলিয়ে কাজ করে গেছেন কিন্তু কর্তৃপক্ষ বারবারই বলে আসছেন তাড়াতাড়ি তাদের বেতন হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত না হওয়ায় বাঙালির সবথেকে বড় উৎসবের দূর্গা পূজার আগেই বেতন না পাওয়ায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা।
স্থায়ী কর্মীদের কাজে ঢুকতে বাধা ও তাদের বার করে দিয়ে অফিসে তালা লাগিয়ে দেয় অস্থায়ী কর্মীরা। এই বিক্ষোভের ফলে উলুবেড়িয়া বিএসএনএল পরিষেবার ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকছে। এই বিক্ষোভ চলবে বলেও কর্মীরা জানান । যদিও উলুবেড়িয়া বি এস এন এল কর্তৃপক্ষ এ ব্যাপারে সঠিক কোনো কারণ জানাতে পারেনি।