নিজস্ব সংবাদদাতা : দু’দিন নিখোঁজ থাকার পর মৎস্যজীবীদের জালে উঠল বিজেপি নেতার মৃত দেহ। কালনাগিনী নদীতে মাছ ধরার সময় রবিবার সকালে মৎস্যজীবীদের জালে উঠে আসে দেহটি। ঢোলাহাট থানার পশ্চিম কোয়াবেড়িয়ার বিজেপির সংখ্যালঘু সেলের নেতা কাদের মোল্লা (৬২)গত শুক্রবার রাতে ভেড়িতে গিয়েছিলেন। কিন্তু তিনি আর রাতে বাড়ি ফেরেননি।পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার পর না পেয়ে পরেরদিন ঢোলাহাট থানায় নিখোঁজ ডায়েরি করেন।রবিবার সকালে কালনাগিনী নদীতে জাল ফেলেন স্থানীয় মৎস্যজীবীরা। তাঁদের জালেই উঠে আসে বিজেপি নেতার দেহ।ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়।কাদের মোল্লাকে খুন করেছে তৃণমূলের লোকেরা , এমনই অভিযোগ তুলে মৃত দেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বর দাবি এই খুনের ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। তৃণমূল নেতৃত্বের দাবি, ভেড়ি সংক্রান্ত কোনও অশান্তির জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।
কালনাগিনী নদী থেকে মৎস্যজীবীদের জালে উঠল বিজেপি নেতার মৃতদেহ
Published on: