নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ লকডাউনের জেরে রাজ্যজুড়ে রক্তের সংকট দেখা দিয়েছে। মুমূর্ষু রোগীদের স্বার্থে এবার এগিয়ে আসছে বিভিন্ন ক্লাব-স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। গতকাল হাওড়া জেলার বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হ্যাপি ক্লাব নামক একটি সংগঠনের পক্ষ থেকে সাঁতরাগাছি বাস টার্মিনাল এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই শিবিরে রক্তদান করেন ২৫ জন। রক্ত সংগ্রহে ছিল উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল। উদ্যোক্তারা জানান, প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। অন্যদিকে, কল্পতরু যুব সমাজ গোষ্ঠীর তরফে আন্দুলের দক্ষিণ দ্যুইলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্ত সংগ্রহে ছিল ব্লাডমেটস ও হেলথ পয়েন্ট। এই শিবিরে মোট ৩২ জন রক্তদান করেন বলে জানা গেছে।