নিজস্ব সংবাদদাতা : করোনা আবহে দাঁড়িয়ে রাজ্যজুড়ে রক্তের সংকট এক ভয়ংকর আকার নিয়েছে। এক ফোঁটা রক্তের জন্য এক ব্ল্যাডব্যাঙ্ক থেকে আরেক ব্ল্যাডব্যাঙ্কে ঘুরেও রক্তের সন্ধান পাচ্ছেন না মুমূর্ষু রোগীর পরিবার।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে গ্রামীণ হাওড়ার পাঁচলা আজীম মোয়াজ্জম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীরা। রবিবার প্রাক্তনীদের তরফে পাঁচলা এম. এম হাইস্কুলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, পাঁচলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভাশিস ব্যানার্জী সহ অন্যান্যরা। উদ্যোক্তারা জানান, এদিন প্রায় দেড়’শো মানুষ এই শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন।