নিজস্ব সংবাদদাতা : আমতায় সরকারি উদ্যোগে গড়ে উঠছে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। সেই হাসপাতালেই ব্লাডব্যাঙ্ক গড়ে উঠবে বলে জানালেন স্থানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাজি। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল মাজি জানান, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমতার বুকে গড়ে উঠছে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। আটতলা বিশিষ্ট এই হাসপাতালের নির্মাণ কাজের অনেকটাই ইতিমধ্যে হয়ে গিয়েছে। তিনি জানান, পঞ্চায়েত ভোটের আগেই চালু হবে ব্ল্যাডব্যাঙ্ক। পাশাপাশি চালু হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট। হবে নানা সার্জারি। উল্লেখ্য, হাওড়া জেলায় মাত্র দু’টি সরকারি ব্লাড ব্যাঙ্ক রয়েছে। অন্যদিকে দিন দিন বেড়ে চলেছে রক্তের চাহিদা। ফলে রক্ত পেতে অনেক সময় কার্যত বেগ পেতে হয় মুমূর্ষু রোগীর পরিবারকে। আমতায় ব্লাডব্যাঙ্ক চালু হলে রক্তের সমস্যা অনেকটাই মিটবে, এমনটাই মনে করছেন সমাজকর্মীরা। দীর্ঘদিন ধরে গ্রামীণ হাওড়ায় রক্তদান আন্দোলন নিয়ে কাজ করে চলেছেন শাশ্বত পাড়ুই। তাঁর কথায়, হাওড়া জেলায় এইমুহুর্তে সরকারি ও বেসরকারি হাসপাতালে যে পরিমাণ রোগীর চাপ রয়েছে তাতে দু’টি ব্লাড সেন্টার যথেষ্ট নয়। শীঘ্রই আমতায় চালু করা হোক ব্লাডব্যাঙ্ক। পাশাপাশি, তাঁর দাবি, আমতার পাশাপাশি সরকারি উদ্যোগে বাউরিয়া স্টেট জেনারেল হাসপাতাল, শ্যামপুর, ডোমজুড়, বালি ও বাগনানেও অবিলম্বে ব্ল্যাডব্যাঙ্ক গড়ে তোলা হোক। নির্মল মাজি জানিয়েছেন, আমতার বুকে গড়ে উঠতে চলা এই মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের মাধ্যমে উলুবেড়িয়া উত্তর সহ মোট পাঁচটি বিধানসভার প্রায় পনেরো লক্ষ মানুষ উপকৃত হবেন।
আমতায় সরকারি উদ্যোগে গড়ে উঠতে চলেছে ব্লাডব্যাঙ্ক
Published on: