নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার বাগনান-২ অঞ্চলের বহু পরিবার ফুল চাষের উপর নির্ভরশীল। বিঘার পর বিঘা জুড়ে চাষ হয় নানা ধরনের ফুল। বাগনান-২ ব্লকের বুক চিরেই চলে গেছে একটি খাল। সেই খালের উপর ফুল চাষের জমিগুলির সেচ ব্যবস্থা অনেকাংশে নির্ভরশীল। যদিও দামোদর থেকে রূপনারায়ণের এই খালটি মজে গিয়েছে। সেই খাল সংস্কারের দাবিতে একাধিকবার সরব হয়েছেন স্থানীয় ফুল চাষিরা। চাষিদের অভিযোগ, বিগত বেশ কয়েক বছর ধরে ব্লক ও পঞ্চায়েত প্রশাসনকে খালটু সংস্কারের জন্য জানানো হয়েছে। এমনকি ডেপুটেশনও দিয়েছেন ফুল চাষিরা। তাদের অভিযোগ, তারপরও হাল ফেরেনি মজে যাওয়া খালটি। খাল সংস্কারের দাবিতে শুক্রবার বাগনানের বেনাপুর চন্দনাপাড়ায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন ফুল চাষিরা। তাদের দাবি, অবিলম্বে তাদের দাবি মেনে খাল সংস্কার করতে হবে। দাবিপূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেম ফুল চাষিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগনান থানার পুলিশ। পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়। যদিও প্রশাসন সূত্রে জানা গেছে, এই খালটি সেচ দপ্তরের অধীনস্থ। খালটি সংস্কারের জন্য ইতিমধ্যেই ১১ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
খাল সংস্কারের দাবিতে বাগনানে ফুল চাষিদের পথ অবরোধ
Published on: