দিলীপের কনভয়ে হামলার প্রতিবাদে উলুবেড়িয়া ও আমতায় জাতীয় সড়ক অবরোধ বিজেপি যুব মোর্চার

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কোচবিহারের জয়গাঁওতে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষের কনভয়ের উপর হামলার প্রতিবাদে গ্রামীণ হাওড়ায় ১৬ নং জাতীয় সড়ক ও আমতায় অবরোধ করল হাওড়া গ্রামীণ জেলা বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার বিকালে উলুবেড়িয়ার মনসাতলায় ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। প্রায় মিনিট পনেরো অবরোধ চলে বলে জানা গেছে। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়। এদিনের অবরোধ কর্মসূচিতে দলীয় কর্মী- সমর্থকদের পাশাপাশি যোগ দেন রাজ্য বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি শঙ্কুদেব পান্ডা, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি শিবশঙ্কর বেজ, সহ-সভাপতি রমেশ সাঁধুখা সহ অন্যান্যরা।

উল্লেখ্য, দলীয় কাজে উত্তরবঙ্গে গেছেন দিলীপ ঘোষ। আজ সকালে তিনি কোচবিহার থেকে ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁওয়ের খোকলা বস্তিতে একটি দলীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। তখনই জয়গাঁর সুমসুমি বাজার এলাকায় তাঁর কনভয়ের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঢিল ছোঁড়ার পাশাপাশি কালো পতাকাও দেখানো হয়। এর জেরে তিনটিটি গাড়ির কাঁচ ভাঙে বলে জানা গেছে। অন্যদিকে, শুক্রবারই গ্রামীণ হাওড়ার আমতা বিধানসভার সেহাগড়ী ফুটবল ময়দানে জনসভা করতে আসার কথা রয়েছে বিজেপি রাজ্য সভাপতির।