নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই ব্রাহ্মণদের জন্য বিশেষ ভাতা চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অন্যদিকে, ভোটের আগেই পুরোহিতদের ভোট নিজেদের দিকে আনতে মরিয়া গেরুয়া শিবির।
সেই লক্ষ্যেই বুধবার হাওড়া গ্রামীণ জেলা বিজেপির পক্ষ থেকে উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপি জেলা কার্যালয়ে পুরোহিত সম্মেলন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে উপস্থিত পুরোহিতদের বরণ করেন মহিলা সদস্যারা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল সহ অন্যান্যরা।