নিজস্ব সংবাদদাতা : ইতিমধ্যেই গ্রামীণ হাওড়ার বিভিন্ন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জোরকদমে প্রচারে নেমে পড়েছেন। পিছিয়ে নেই সংযুক্ত মোর্চাও। কিন্তু, প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় বেশ কিছুটা হতাশ হতে দেখা গিয়েছিল একাংশের বিজেপি কর্মীদের। এবার গ্রামীণ হাওড়ার বিভিন্ন আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।
যদিও, গ্রামীণের একটি সিটে এখনো প্রার্থী ঘোষণা করেনি গেরুয়া শিবির। রবিবার বিকালে বিজেপির তরফে গ্রামীণ হাওড়ার ৭ টি বিধানসভার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। জানা গেছে, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রার্থী হচ্ছেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি প্রত্যুষ মন্ডল।
উল্লেখ্য, তিনি আগেও এই সিট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উলুবেড়িয়া উত্তরে স্থানীয় বিজেপি নেতা চিরন বেরা ও আমতা কেন্দ্রে দেবতনু চক্রবর্তী বিজেপির টিকিট পেয়েছেন। অন্যদিকে , বাগনান থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির রাজ্য নেতা তথা অনুপম মল্লিক। শ্যামপুর কেন্দ্রে তারকা প্রার্থী আনছে গেরুয়া শিবির।
শ্যামপুর বিধানসভায় টিকিট দেওয়া হয়েছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। পাঁচলা কেন্দ্রে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মোহিতলাল ঘাঁটি। তবে ঠিক কী কারণে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে এখনো প্রার্থীর নাম ঘোষণা করল না বিজেপি তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে।