নিজস্ব সংবাদদাতা : বিদ্যুতের বিল মুকুব সহ একাধিক দাবিতে গ্রামীণ হাওড়ার বিভিন্ন ইলেকট্রিক অফিসের সামনে বিক্ষোভে সামিল হল বিজেপি কর্মী-সমর্থকরা।
শ্যামপুর, উলুবেড়িয়া, আমতা সহ বিভিন্ন অফিসে ডেপুটেশন দেওয়া গ্রামীণ হাওড়া জেলা বিজেপির তরফে।
তাঁদের দাবি, আম্ফান ও করোনার দ্বৈত জাঁতাকালে বিদ্ধ সাধারণ মানুষের তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে, প্রতিমাসে মিটার রিডিং করতে হবে, বাংলায় বিদ্যুতের বিল পাঠাতে হবে।
গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভে সামিল হন জেলা বিজেপির সম্পাদক প্রত্যুষ মন্ডল, সহ অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ববৃন্দ।