নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিন আগেই একটি দোকানের সামনে থেকে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ খুন করা হয়েছে হেমতাবাদের বিধায়ককে।
দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ইতিমধ্যেই পথে নেমেছে বিজেপি কর্মী-সমর্থকরা। এবার বিজেপির পক্ষ থেকে রাজ্যের আইনশৃঙ্খলা ও শাসকদলের বেলাগাম রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থানায় থানায় ডেপুটেশন দিল বিজেপি কর্মীরা।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া, বাউড়িয়া, রাজাপুর সহ বিভিন্ন থানায় ডেপুটেশন দেয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা।
ডেপুটেশন দিতে যাওয়া বিজেপি নেতাদের অভিযোগ, একদিকে রাজ্যে সর্বত্র গণতন্ত্র হত্যা চলছে অন্যদিকে বাংলায় বর্তমানে নারীদের কোনো সুরক্ষা নেউ।
পুলিশকে রাজনীতির কাজে ব্যবহার করা হচ্ছে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা করে তাদের হয়রানি করার চেষ্টা চলছে। পাশাপাশি, আম্ফান, রেশন দুর্নীতির বিষয়ও ডেপুটেশনে উল্লেখ আছে বলে জানা গেছে।