নিজস্ব সংবাদদাতা : মহাষ্টমীর রাতে গুলিবিদ্ধ বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার বাগনান থানার চন্দনাপাড়া এলাকায়। সূত্রের খবর, শনিবার রাতে বাড়ির সামনেই দলীয় কর্মীদের সাথে বসেছিলেন বিজেপির বাগনান ৫ নং মন্ডলের সহ-সভাপতি কিঙ্কর মাঝি।
অভিযোগ, সেইসময় বাইকে করে দুষ্কৃতিরা এসে কিঙ্করকে লক্ষ্যে করে গুলি করে সঙ্গে সঙ্গে চম্পট দেয়। দলীয় কর্মীরাই কিঙ্কর মাঝিকে উদ্ধার করে কোলকাতার এন.আর.এস মেডিকেল কলেজে নিয়ে যায়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালিয়েছে।
বিজেপির হাওড়া গ্রামীণ জেলার প্রাক্তন সভাপতি অনুপম মল্লিকের অভিযোগ,”তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই এই ঘটনা ঘটিয়েছে।” তিনি বলেন, “তৃণমূল থেকে মানুষ বিজেপিতে ক্রমশ যোগ দিচ্ছেন। তার জেরেই এই হামলা চালানো হয়েছে।” যদিও, এই ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে তৃণমূল বিধায়ক অরুণাভ সেন জানিয়েছেন, “জমি বিবাদের জেরেই এই ঘটনা।”