হাওড়ায় ‘আক্রান্ত’ বিজেপি নেতা! অভিযোগের তির তৃণমূলের দিকে, অস্বীকার তৃণমূলের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাংলায় নির্বাচনের বাদ্যি ইতিমধ্যেই বেজে গেছে। যতই সময় এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। এই আবহে দাঁড়িয়ে বিজেপি মন্ডল সভাপতিকে লাথি মারার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার ডোমজুড় থানার বাঁকড়া পশ্চিমপাড়া এলাকা। পালটা প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত বেশ কয়েকজন বিজেপি কর্মী। এই ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজেপির অভিযোগ, শুক্রবার রাতে বাঁকড়া পশ্চিমপাড়া এলাকায় ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন তাদের কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতি। অভিযোগ, বাঁশ, রড দিয়ে আচমকাই হামলা চালানো হয়। অভিযোগ, বিজেপির স্থানীয় মন্ডল সভাপতি শেখ নিজামুদ্দিনকে দোতলা বাড়ির ছাদ থেকে লাথি মারতে মারতে নীচে নিয়ে আসা হয়।

মন্ডল সভাপতির পাশাপাশি মোট ৪ জন এই ঘটনায় আহত হয়েছে বলে জানা গেছে। মন্ডল সভাপতি শেখ নিজামুদ্দিনে চোট সবচেয়ে গুরুতর হওয়ায় তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই ঘটনায় তৃণমূলের যোগের কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।