নিজস্ব সংবাদদাতা : হাওড়া গ্রামীণ জেলা বিজেপির কিষাণ মোর্চার সভাপতির উপর হামলার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরে। জানা গেছে, বিজেপির হাওড়া গ্রামীণ জেলা কিষাণ মোর্চার সভাপতি দেবাশিস বাঁকা উদয়নারায়ণপুর বিধানসভার পালিয়াড়া এলাকার বাসিন্দা। জয়নগর ব্রিজের কাছে তার একটি দোকান রয়েছে।
অভিযোগ, রবিবার রাতে তিনি যখন দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন বাঁধের রাস্তায় তার উপর চড়াও হয় বেশ কয়েকজন দুষ্কৃতি। দেবাশিসকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর অবস্থায় তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাওড়া গ্রামীণ জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এই ঘটনা ঘটিয়েছে।