নিজস্ব সংবাদদাতা : বিজেপির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের জোয়ারগড়ী গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েতে একাধিক দুর্নীতি হচ্ছে। বিজেপির পঞ্চায়েত সদস্যদের কাজ করতে দিচ্ছেন না খোদ পঞ্চায়েত প্রধান। বিভিন্ন পরিষেবা পেতে গিয়ে হেনস্থা ও বঞ্চনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ — এই সমস্ত অভিযোগ তুলে সোমবার জোয়ারগড়ী গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করেছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচিতেই পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি নেতা চিরন বেরার অভিযোগ, আগাম এই ডেপুটেশন কর্মসূচির কথা তৃণমূল পরিচালিত জোয়ারগড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হলেও তিনি এদিন পঞ্চায়েত কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। আর তাই বাধ্য হয়ে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা।
উলুবেড়িয়ার গ্রাম পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন, চরম উত্তেজনা, ঝুলল তালা
Published on: