নিজস্ব সংবাদদাতা : পুলিশি সন্ত্রাস ও সনাতনীদের উপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গ্রামীণ হাওড়ার রাজাপুর থানায় ডেপুটেশন কর্মসূচিতে সামিল হল হাওড়া গ্রামীণ জেলা বিজেপি। এই ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়াল রাজাপুর থানায়। রবিবার মল্লিকপোলে বিজেপি কর্মী-সমর্থকরা জমায়েত হন। সেখান থেকে মিছিল করে রাজাপুর থানায় আসেন বিজেপি কর্মী-সমর্থকরা। থানার গেটে পুলিশ বিজেপি কর্মী-সমর্থকদের বাধা দেয়। সেইসময় ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মী-সমর্থকরা। থানার সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পালচৌধুরীর নেতৃত্বে রাজাপুর থানায় ডেপুটেশন দেয় হাওড়া গ্রামীণ জেলা বিজেপি। থানায় ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে এসে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পালচৌধুরী জানান,” হাওড়া গ্রামীণ জেলায় সনাতনীদের উপর পুলিশের অত্যাচার দিনের পর দিন বেড়ে চলেছে। তার বিরুদ্ধে এই ডেপুটেশন।” তাঁর অভিযোগ, গত কয়েকদিন আগে রাজাপুর থানার অন্তর্গত রঘুদেবপুরে একটি আশ্রমে হরিনাম সংকীর্তন চলছিল। সেখানে সনাতনীরা সমবেত হয়েছিলেন। সেখানে নাকি জোরে মাইক চলছিল এমন অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে মাইক বন্ধ করার কথা বলে। বাইরের মাইক বন্ধ করে দেওয়া হয়। ভিতরে বক্স চলছিল। পুলিশ সেইসময় পবিত্র হরিমঞ্চে উঠে বক্সের তার ছিঁড়ে দেয় ও মহারাজকে ঘাড় ধরে নামান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন উপস্থিত ভক্তরা। অভিযোগ, তারা নাকি পুলিশকে গালিগালাজ করে ও হামলা করে পুলিশের উপর। আর তারপরই পুলিশ যাকে পেরেছে তাকে তুলে নিয়ে আসে।” সনাতনীরা অবিলম্বে মুক্তি না পেলে থানার সামনে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন জেলা বিজেপির সভাপতি। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে জেলা বিজেপির সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির নেতা প্রত্যুষ মন্ডল, জেলা বিজেপির দায়িত্বপ্রাপ্ত নিলাঞ্জন সরকার সহ অন্যান্যরা।
সনাতনীদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদ, রাজাপুর থানায় বিজেপির ডেপুটেশন, উত্তেজনা
Published on: