নিজস্ব সংবাদদাতা : চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবোঝাই লোকাল ট্রেন। শনিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়্গপুর শাখার ফুলেশ্বর ও চেঙ্গাইল স্টেশনেরর মাঝামাঝি এলাকায়। সূত্র মারফত জানা গেছে, শনিবার সকাল এগারোটা নাগাদ ডাউন মেছেদা-হাওড়া লোকাল যাত্রী নিয়ে মেছেদা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। হঠাৎই ট্রেনটি ফুলেশ্বর ও চেঙ্গাইলের মধ্যবর্তী এলাকায় দাঁড়িয়ে পড়ে। জানা গেছে, ট্রেনটি যে লাইন ধরে এগিয়ে চলেছিল সেই লাইনেরই বেশ কিছুটা অংশ বেঁকে উঠে রয়েছিল। আর তা বুঝতে পেরেই চালক তৎপরতার সাথে ট্রেন থামান। এরফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। সূত্র মারফত জানা গেছে, ওই লাইনে কাজ চলছিল। সেই লাইন দিয়ে যাওয়ার সময় বিপত্তির মুখে পড়ে ডাউন মেছেদা-হাওড়া লোকাল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেলের আধিকারিকরা৷ বেঁকে যাওয়া রেললাইন দ্রুত মেরামতের কাজ শুরু হয়। এদিকে অফিস টাইমে বিপত্তি ঘটায় সমস্যায় পড়েন রেলযাত্রীরা।
বাঁকল রেল ট্র্যাক! হাওড়া-খড়্গপুর শাখায় বিপত্তি, কোনোরকমে রক্ষা পেল লোকাল ট্রেন
Published on: