দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফের চালু হল বাউরিয়া-বজবজ ফেরি পরিষেবা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় ৬ মাস পর ফের চালু হল বাউরিয়া-বজবজ ফেরি পরিষেবা। সরকারি নির্দেশ অনুযায়ী অন্যান্য রুটের মতোই গত ২৪ শে মার্চ থেকে বন্ধ করে দেওয়া বাউরিয়া-বজবজ ফেরি পরিষেবা। লকডাউনের মাঝেই গত ৭ ই এপ্রিল হুগলী নদীতে বানের তোড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাউরিয়া জেটিঘাট।

এই গুরুত্বপূর্ণ ফেরি পরিষেবা দীর্ঘদিন বন্ধ থাকায় যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত জেটিঘাট মেরামতির কাজ শুরু হলেও তা অত্যন্ত ঢিমেতালে চলছিল বলে অভিযোগ। এই খবর একাধিকবার ‘উলুবেড়িয়া সংবাদ’ তুলে ধরে। তারপর আজ থেকে চালু হল ফেরি পরিষেবা।

হুগলী নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির তরফে বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছ, আজ থেকে বাউরিয়া-বজবজ রুটে ফেরি পরিষেবা পুনরায় চালু করা হল। সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা অব্ধি ফেরি সার্ভিস চালু থাকবে। তবে মানতে হবে করোনা সম্পর্কিত বিধিনিষেধ। বিনা মাস্কে লঞ্চে কোনো যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দীর্ঘদিন পরে হলেও এই গুরুত্বপূর্ণ রুটে ফেরি পরিষেবা চালু হওয়ায় খুশি নিত্যযাত্রীরা।