নিজস্ব সংবাদদাতা : বঙ্গ রাজনীতির অন্যতম অঙ্গ দেওয়াল লিখন। আর প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই গ্রামীণ হাওড়ার বিভিন্ন কেন্দ্রে দেওয়াল লিখতে তুলি, রংয়ের কৌটো নিয়ে ময়দানে নেমে পড়লেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রাজনৈতিক মহলের মতে, এবার নির্বাচনে প্রচারের সময় বেশ খানিকটা কম।
পাশাপাশি, মানুষও ক্রমশ ‘ডিজিটাল’ নির্ভর হয়ে উঠছে। তাই রাজনৈতিক দলগুলো অনেকটাই ডিজিটাল প্রচার ও পেশাদার শিল্পী দিয়ে ভোটের প্রচার করতে উদ্যোগী। কিন্তু, বঙ্গের মানুষের মন ছুঁতে দেওয়াল লিখন যে একটা বড়ো ফ্যাক্টর তা একবাক্যে মেনে নেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আর তাই প্রার্থীর নাম ঘোষণার সাথে সাথেই শুক্রবার বিকাল থেকে গ্রামীণ হাওড়ার আমতা, বাগনান, উদয়নারায়ণপুর সহ বিভিন্ন এলাকায় দেওয়াল লিখনে নেমে পড়লেন তৃণমূল কর্মীরা। বেশিরভাগ জায়গাতেই প্রার্থীর নাম ফাঁকা রেখে বাকি লেখা সারা হয়ে গিয়েছিল।
শুক্রবার বিকেল হওয়ার সাথে সাথে সেই ‘শূন্যস্থানটা’ও পূরণ হয়ে গেল। এদিন সন্ধ্যায় ইমার্জেন্সি লাইট হাতে উলুবেড়িয়া উত্তর বিধানসভার উদং-১ অঞ্চলে নির্মল মাজির সমর্থনে দেওয়াল লিখতে দেখা যায় বুথ স্তরের বেশ কিছু কর্মীকে। তাদের কথায়, “এটাই তো ভোট উৎসব। এটাই তো আনন্দ।”
পাশাপাশি, আমতা বিধানসভার বিভিন্ন এলাকায় দেওয়াল লিখতে দেখা যায় প্রার্থী ‘স্বয়ং’ সুকান্ত পালকে। অন্যদিকে, উদয়নারায়ণপুরেও দলীয় কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেওয়াল লেখায় মেতে ওঠেন প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সমীর কুমার পাঁজা। উলুবেড়িয়া দক্ষিণ ও বাগনান কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যথাক্রমে পুলক রায় ও অরুণাভ সেনের সমর্থনে এদিন দেওয়াল লেখেন দলীয় কর্মীরা।