নিজস্ব সংবাদদাতা : এদেশে পুরুষদের আইএসএল, আইলিগ নিয়ে মাতামাতি হলেও মহিলা ফুটবল নিয়ে চর্চা খুব একটা হয়না বললেই চলে। মহিলা ফুটবল নিয়ে ভারতে উন্মাদনার বড়ো অভাব। সেই ভাবনার বিপরীতে হেঁটে বছর পাঁচেক আগে হাওড়ার মাকড়দহ গ্রামে শুরু হয়েছিল মহিলাদের ফুটবল চর্চা। সেই সময় একজন মহিলা ফুটবলারকে নিয়ে শুরু হয়েছিল কোচিং ক্যাম্প। লক্ষ্য ছিল বিন্দু থেকে সিন্ধু গড়া। সেই লক্ষ্যের পথে হেঁটেই আজ আস্ত একটি মহিলা ফুটবল টিম গড়ে তুলেছে মাকড়দহ ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্প। এক থেকে একটা আস্ত মহিলা ফুটবল টিম গড়ে তুলতে অবশ্য কম ঝক্কি পোয়াতে হয়নি ফুটবল অন্ত প্রাণ আরশাদ হোসেনকে। আরশাদ বাবুর হাত ধরেই তিল তিল করে গড়ে উঠেছে এই ফুটবল টিম। আরশাদ হোসেন নিজেও একজন ফুটবলার ছিলেন। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
মহিলা ফুটবল টিম গড়ে তোলার স্বপ্ন নিয়ে ২০১৬-২০১৭ সালে মাকড়দহে রেলের মাঠে শুরু করেন অনুশীলন। তখন অনুশীলনে আসতেন এক মহিলা ফুটবলার। তারপর একে একে আসা শুরু। সমস্ত প্রতিবন্ধকতার জাল ছিন্ন করে আজ হাওড়া জেলার বুকে অন্যতম মহিলা ফুটবল হিসাবে আত্মপ্রকাশ করেছে মাকড়দহ ইউনাইটেড ফুটবল কোচিং ক্যাম্পের মহিলা ফুটবল দল। তাঁর প্রশিক্ষণেই চলে নিত্য অনুশীলন। আরসাদ বাবুর কথায়, প্রতিবন্ধকতা অনেক। এরা প্রত্যেকেই প্রায় নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসছে। আর্থিক ও সামাজিক প্রতিবন্ধকতার বেড়াজালকে সরিয়ে এদের প্রত্যেককে স্বনামধন্য ফুটবলার হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন আরশাদ হোসেন। তিনি জানান, যেকোনো প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করতে তার দল প্রস্তুত। এভাবেই বিন্দু থেকেই সিন্ধু গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন আরসাদ বাবু ও তার স্বপ্নের ফুটবল দল।