নিজস্ব সংবাদদাতা : মন্দির পুন:নির্মাণ করার জন্য মাটি খুঁড়তে গিয়ে প্রাচীন লোহার বাক্স উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল উদয়নারায়ণপুর ব্লকের খিলা গ্রাম পঞ্চায়েতের শিবনারায়ণচকে।
খবর পেয়ে পুরানো এই বাক্সটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা ও বিডিও প্রবীর কুমার সিট।
প্রশাসন সূত্রে খবর, বাক্সটি খোলার চেষ্টা করা হয়েছিল কিন্তু খোলা যায়নি। এর সময়কাল জানতে ইতিমধ্যেই রাজ্য পুরাতত্ত্ব বিভাগে খবর দেওয়া হয়েছে। পুরাতত্ত্ব বিভাগের হাতেই বাক্সটি তুলে দেওয়া হবে বলে জানা গেছে।