নিজস্ব সংবাদদাতা : লকডাউনের দিন যত গড়িয়েছে রক্তের সংকট তত বেড়েছে। করোনা আবহে রক্তশূন্য রাজ্যের বিভিন্ন ব্লাডব্যাঙ্কগুলি। যার জেরে মহাসম্যায় পড়েছেন বহু মুমূর্ষু ও থ্যালাসেমিয়া আক্রান্তের পরিবার। সেই সমস্যারই সম্মুখীন হতে হয়েছিল গ্রামীণ হাওড়ার আমতার ফতেপুরের বাসিন্দা ছোট্ট অমিত দে’র পরিবারকে। থ্যালাসেমিয়া আক্রান্ত এই শিশুর জন্য আগের মাসে কোনোরকমে রক্তের সংস্থান করা গেলেও এবার বহু চেষ্টা করেও রক্তদাতার সন্ধান পাননি শিশুটির পরিবার। এই সংকটময় পরিস্থিতিতে শিশুটির পরিবার আমতার স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’-এর দারস্থ হন।সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুটিকে রক্ত দিতে এগিয়ে আসেন আমতার গোবিন্দচক গ্রামের যুবক শুভেন্দু চক্রবর্তী। আজ সকালে উলুবেড়িয়া হাসপাতালে গিয়ে শিশুটিকে রক্ত দেন শুভেন্দু।
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে রক্ত দিতে এগিয়ে এলো আমতার যুবক
Published on: