সুদীপা, আর্যদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিল আমতার স্বেচ্ছাসেবী সংগঠন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : আসন্ন দুর্গোৎসবের আনন্দকে সমাজের প্রান্তিক মানুষের সাথে ভাগ করে নিতে এগিয়ে এলো আমতার স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন দেখার উজান গাঙ’। সংগঠনটির পক্ষ থেকে ‘আমাদের ছুটি ছুটি’ কর্মসূচির মাধ্যমে আমতা-১ ও বাগনান-১ ব্লকের সাত-আটটি গ্রামের ৫০ জন শিশু, কিশোর-কিশোরী ও বেশ কিছু প্রৌঢ়-প্রৌঢ়ার হাতে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়।

এর পাশাপাশি, পড়ুয়াদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন সংস্থার সদস্যরা। সংগঠনটির সম্পাদক তাপস পাল জানান, “উৎসবের আনন্দকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে ভাগ করে নিতে প্রতিবছরই আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার আমরা গ্রামীণ হাওড়ার দশজন লড়াকু নারীকে সম্মান জ্ঞাপনের পাশাপাশি ৫০ জনের হাতে নতুন জামাকাপড় তুলে দিলাম।”

এর পাশাপাশি, আরও বেশ কিছু প্রান্তিক পরিবারের দ্বারে সংগঠনের তরফে মুদিখানা সামগ্রী ও নতুন জামাকাপড় পৌঁছে দেওয়া হবে তাপস বাবু জানান।