নিজস্ব সংবাদদাতা : পুরভোটের প্রাক্কালে রাজ্যের শাসকদলের প্রচারের নয়া হাতিয়ার নিয়ে নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছেন দলীয় কর্মী-সমর্থকরা। ‘দিদিকে বলো’ পর এবার তাদের প্রচারের অস্ত্র ‘বাংলার গর্ব মমতা’।
গত ২ রা মার্চ নেতাজি ইন্ডোরে ৭৫ দিনব্যাপী এই জনসংযোগ কর্মসূচির প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই এই কর্মসূচিতে সামিল হয়েছেন গ্রামীণ হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতৃত্ব। আজ আমতা বিধানসভা কেন্দ্রে আয়োজিত হল ‘স্বীকৃতি সস্মেলন’ শীর্ষক বিশেষ জন সংযোগ কর্মসূচি।
দলের প্রবীণ কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আমতা বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর সুকান্ত কুমার পাল। এই কর্মসূচিতে দলের প্রবীণ কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সুকান্ত পাল বলেন, “দলের প্রবীণ কর্মীরাই আমাদের প্রেরণা। তাঁদের দেখানো পথই আমাদের লড়াইকে আরও উজ্জীবিত করে।” অনুষ্ঠানের শেষে সুকান্ত বাবু প্রবীণ কর্মীদের নিজে হাতে মধ্যাহ্নভোজ পরিবেশন করেন।