নিজস্ব সংবাদদাতা : পড়ুয়াদের পাশে এগিয়ে এলো আমতার বেতাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। মঙ্গলবার সমবায় সমিতির পক্ষ থেকে সমিতির স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যাদের ছেলেমেয়েদের মধ্যে যাঁরা ২০২৩ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের হাত তুলে দেওয়া হল বিভিন্ন শিক্ষাসামগ্রী। সমিতির সামাজিক উন্নয়ন তহবিল থেকে এদিন মাধ্যমিকের ৭ জন ও উচ্চমাধ্যমিকের ২০ জন অর্থাৎ মোট ২৭ জন পড়ুয়ার হাতে বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষাসামগ্রীর মধ্যে ছিল টেস্টপেপার, বোর্ড, পেন, পেন্সিল, ইরেজার, ফাইল সহ একাধিক সামগ্রী। সমিতির ম্যানেজার দেবব্রত কর্মকার জানান, বছরভর বিভিন্ন সামাজিক কান্ডে ব্রতী এই সমবায় সমিতি। ছেলেমেয়েদেরকে উৎসাহিত করতেই তাদের এই উদ্যোগ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা-২ ব্লকের সমবায় পরিদর্শক অর্ণব ভারতী, সমিতির দায়িত্বপ্রাপ্ত বিশেষ আধিকারিক মদন ভড় সহ অন্যান্যরা।
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল আমতার সমবায় সমিতি
Published on: