নিজস্ব সংবাদদাতা : ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে’— বসন্ত মানেই প্রকৃতির তারুণ্য।বসন্ত মানেই নতুনভাবে জেগে ওঠা।তাই ঋতুরাজকে উষ্ণ অভ্যর্থনা জানাতে চারপাশে বর্ণিল সাজ।
বছরঘুরে আবারও আমাদের দ্বারে হাজির বসন্ত। আর এই বসন্তকে সাদরে বরণ করতে গ্রামীণ হাওড়ার আমতা রামসদয় কলেজে পালিত হল বসন্ত উৎসব। কলেজের ছাত্র সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক হাজার পড়ুয়া বাসন্তী পোশাকে, ভেষজ আবীর নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।
বসন্তকে বরণ করতে ছিল সঙ্গীত, নৃত্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী নির্মল মাজি। কলেজ প্রাঙ্গণে আয়োজিত বসন্ত উৎসবকে ঘিরে ছাত্রছাত্রীদের উন্মাদনা ছিল তুঙ্গে।