নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকার মধ্যে আমতা শহর অন্যতম। তবে আমতা শহরে যানজটের সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে আমতা কলাতলা, বাসস্ট্যান্ড, বাজার এলাকার যানজট নিয়ে দীর্ঘদিন ধরে সরব হয়েছেন বহু মানুষ। এবার সেই যানজট কাটাতে উদ্যোগী প্রশাসন। জানা গেছে, আমতা কলাতলা থেকে কুড়িট খালপাড় অব্ধি প্রায় চার কিমি রাস্তা নতুন করে তৈরি হতে চলেছে। আরআইডিএফ প্রকল্পে এই রাস্তা নির্মাণে প্রায় তিন কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে। জানা গেছে, ইতিমধ্যেই জমি জরিপের কাজ শুরু হয়েছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
অর্থ বরাদ্দ হলেই রাস্তা তৈরির কাজ শুরু হবে। এই রাস্তা তৈরি হলে আমতার যানজট যেমন কমবে তেমন কানপুর, বসন্তপুর, আনুলিয়া, খোশালপুর সহ বিস্তীর্ণ এলাকার অজস্র মানুষ দ্রুত যাতায়াত করতে পারবেন। অভিযোগ, আমতা শহরের রাস্তা সংকীর্ণ হওয়ায় ও দিনে দিনে গাড়ির চাপ বাড়ায় শহরে যানজট বাড়ছে। ফলে এই এলাকার মানুষকে আমতা কলাতলা, বাসস্ট্যান্ড, বাজার, সিনেমাতলার জ্যাম কাটিয়ে যেতে হয়। কিন্তু আমতা কলাতলা থেকে কুড়িট অব্ধি রাস্তা তৈরি হলে যানজট যেমন কমবে তেমনই আনুলিয়া, খোশালপুর, বসন্তপুর সহ বিভিন্ন গ্রামের মানুষের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে।