নিজস্ব সংবাদদাতা : ধেয়ে আসছে ‘আম্ফান’। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের উপকূলীবর্তী অঞ্চলগুলিতে। এর পাশাপাশি হাওড়া, কোলকাতাতেও এই ভয়ঙ্কর সাইক্লোনের ব্যাপক প্রভাব পড়বে বলে জানা গেছে। তাই ঝড়ের আগেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে গ্রামীণ হাওড়ার আমতা-২ ব্লক প্রশাসন।
ইতিমধ্যেই আমতা-২ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজ বিভিন্ন পঞ্চায়েতের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়। আমতা-২ ব্লকে প্রস্তুত রাখা হয়েছে রাজ্য সিভিল ডিফেন্সের দশজনের একটি দলকে। এর পাশাপাশি, দ্বীপাঞ্চলের বিভিন্ন গ্রামে মাইকিং করে মানুষকে বাড়িতে থাকার অনুরোধ জানানো হয়। আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত কুমার পাল জানান, “আগামীকাল সকাল থেকেই সমিতির কার্যালয়ে চালু হবে বিশেষ হেল্পলাইন নাম্বার। আম্ফান বিষয়ক যেকোনো প্রয়োজনে মানুষ যোগাযোগ করতে পারেন। সাথে সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে।”