নিজস্ব সংবাদদাতা : লকডাউনের মধ্যেই বৈশাখের শুরু থেকেই ঘূর্ণাবর্তের জেরে ঝড় – বৃষ্টি লেগেই রয়েছে বাংলায়। নতুন করে উত্তরপ্রদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত দানা বাধায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যের দিকে ঢুকছে। ফলে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুধু এই ঘূর্ণাবর্তটিই নয়, দক্ষিণ আন্দামান সাগরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। কারণ, এই ঘূর্ণাবর্ত খুব ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে।
মূল প্রভাব পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এরাজ্যে এর পরোক্ষ প্রভাব পড়তে পারে। জানা গেছে, ঘন্টায় ৭০ কি.মি. বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল হওয়ার সম্ভবনা প্রবল। যার জেরে ইতিমধ্যেই মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে মৌসম ভবন। পাশাপাশি, ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষি দপ্তরের তরফে চাষিদের ধান, ভুট্টা কেটে নেওয়ার কথা বলা হয়েছে।