ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’, রাজ্যে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : এযেন গোদের উপর বিষফোঁড়া। একদিকে করোনা ত্রাসে দেশজুড়ে ত্রাহি ত্রাহি রব আবার তারই মাঝে মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। বেশ কিছুদিন আগেই ‘আম্ফান’ ঘনীভূত হয়। রাজ্যে আম্ফানের জন্য সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর।

জানা গেছে, এর জেরে সমুদ্রতট থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১৯ শে মে এ রাজ্যের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তারপরই, ২০ তারিখ গাঙ্গেয় সমভূমির হাওড়া, হুগলি, কোলকাতা, দুই ২৪ পরগণা সহ বিভিন্ন জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ১৬ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না। তবে ‘আম্ফান’ আন্দামানে ব্যাপক তান্ডব চালাতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আপাতত ঘূর্ণিঝড়ের অভিমুখের উপর নজর রাখছে হাওয়া অফিস। ইতিমধ্যেই, মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।