নিজস্ব সংবাদদাতা : দিনকয়েক আগেই রাজ্যের ‘হেভিওয়েট’ রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে বড়সড় চমক দিয়েছে গেরুয়া শিবির। ডিসেম্বরে শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর জানুয়ারীতেও কি পদ্মশিবিরে আসতে চলেছেন রাজ্যের আরও এক ‘হেভিওয়েট’ রাজনৈতিক নেতা?— এখন এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে বঙ্গ রাজনীতিতে।
সূত্রের খবর, একুশের জানুয়ারীতে বিজেপির তরফে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে বড়সড় যোগদান পর্বের আয়োজন করতে চলেছে বিজেপি। সেই যোগদান শিবিরে উপস্থিত থাকতে পারেন অমিত শাহ কিমবা জেপি নাড্ডার মতো শীর্ষ নেতৃত্বরা। বিজেপির একটি সূত্রের দাবি, মেদিনীপুরের সভার মতোই হাওড়ার সভা থেকে এরাজ্যের ‘হেভিওয়েট’ রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে গেরুয়া পতাকা তুলে দেওয়ার উজ্জ্বল সম্ভবনা রয়েছে।
তবে ঠিক কে বা কতজন বিজেপিতে যোগদান করতে চলেছেন তা নিয়ে অবশ্য মুখ খুলতে নারাজ গেরুয়া শিবির। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মেদিনীপুরের মাটি শুভেন্দুর শক্ত ঘাঁটি। তাই শুভেন্দুর যোগদানের জন্য মেদিনীপুরের কলেজ ময়দানকেই বেছে নেওয়া হয়েছিল। মেদিনীপুরের পর এবার হাওড়াকে বেছে নেওয়া হল কেন? — তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি হাওড়ার ‘হেভিওয়েট” রাজনৈতিক নেতা ও তাঁর অনুগামীরা বিজেপিতে যোগদান করতে চলেছেন? — এখন এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে।