উদয়নারায়ণপুরে বিজেপির বাইক মিছিলে হামলার অভিযোগ, পাল্টা অভিযোগ তৃণমূলের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বিজেপির ‘আর নয় অন্যায়’ র‌্যালিতে হামলার অভিযোগ‌ উঠল তৃনমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উদয়নারায়নপুর বিধানসভার আমতা থানা এলাকার খোসালপুর চালতাখালিতে।

বিজেপির অভিযোগ, শুক্রবার তাদের একটি বিশাল র‌্যালি চলছিল। কয়েক হাজার মানুষ এই র‌্যালিতে অংশ নিয়েছিল। চালতাখালির কাছে হঠাৎই তাদের র‌্যালির উপর আক্রমণ করে তৃনমূলের লোকজন। ভাঙচুর করা হয় র‌্যালিতে অংশ নেওয়া টোটোতে।

বিজেপির অভিযোগ, ব্যাপক বোমাবাজি করা হয় মিছিলের উপর। এই ঘটনায় তাদের ৩ জন কর্মী-সমর্থক আহত হয়েছে বলে জানা গেছে। যদিও স্থানীয় বিধায়ক সমীর পাঁজা বলেন, বিজেপির র‌্যালি থেকে তৃনমূল সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে।

তাদের কর্মী-সমর্থকদের ১০-১২ টি বাড়ি ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে। তাদের বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছে বলে সমীরবাবু জানান। এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।