নিজস্ব সংবাদদাতা : নাবালিকাকে বিয়ের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের খোঁজে অভিযুক্তের বাড়িতে যায় পুলিশ, কিন্তু যুবক পলাতক। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার প্রসাদপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উলুবেড়িয়ার প্রসাদপুরের এক যুবক কুলগাছিয়ার শ্রীকৃষ্ণপুর এলাকার এক নাবালিকাকে বিয়ে করে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
স্থানীয়দের অভিযোগ, নাবালিকার বয়স চোদ্দো বছর। তাকে ভুল বুঝিয়ে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে ওই যুবক। তাদের আরও অভিযোগ, অভিযুক্ত যুবকের আগেও বিয়ে হয়েছিল। তারপরই উলুবেড়িয়া থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ। ওই নাবালিকাকে উদ্ধার করে উলুবেড়িয়া থানার পুলিশ। অভিযুক্ত যুবক পলাতক বলে জানা গেছে।