নিজস্ব সংবাদদাতা : দক্ষিণ ২৪ পরগণায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও বিজেপির কেন্দ্রীয়-রাজ্য নেতৃত্বের কনভয়ে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার হাওড়ায় জেলাশাসকের দপ্তরের সামনে বিজেপির বিক্ষোভকে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ডিএম বাংলো চত্বর।
সেই ঘটনায় আহত হয়ে তিন বিজেপি কর্মী হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকালে তাদের দেখতে হাওড়া হাসপাতালে আসেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মার কা বদলা তো মারই হবে। বদলা তো আমরা নেবই। আমরা বলে দিয়েছি। হাতে আর চার-পাঁচ মাস বাকি আছে।”