স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠির পরই বাংলায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে ঢুকতে চলেছে ৮ টি ট্রেন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ব্যাপারে কেন্দ্রকে পর্যাপ্ত সহযোগিতা করছে না রাজ্য – এই অভিযোগ তুলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’দিন আগেই চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তারপর, আজই রাজ্য সরকারের তরফে বাংলায় ৮ টি স্পেশাল ট্রেন প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলে জানাল রেল মন্ত্রক। রেল মন্ত্রক সূত্রে খবর, দু’টি ট্রেন পাঞ্জাব, দু’টি ট্রেন তামিলনাড়ু থেকে, ৩ টি বেঙ্গালুরু ও ১ টি তেলেঙ্গানা থেকে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে। তবে রাজ্যের তরফে এখনই মহারাষ্ট্র থেকে আসা ট্রেন প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়নি বলেও জানিয়েছে রেল মন্ত্রক।