নিজস্ব সংবাদদাতা : কাগজ কুড়াতে গিয়ে উলুবেড়িয়ার গরুহাটা খালপাড়ের এক যুবক তুলে এনেছিলেন একটি পরিত্যক্ত পিপিই। বর্ষাতি ভেবে ওই যুবক পরিত্যক্ত পিপিই পরেই ঘুরে বেড়ালেন স্থানীয় এলাকায়। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার ২৫ নং ওয়ার্ডের গরুহাটা খালপাড় অঞ্চলে।
সূত্রের খবর, কাগজ কুড়িয়েই কোনোরকমে সংসার চালায় উলুবেড়িয়ার ওই যুবক। সোমবার স্থানীয় এলাকা থেকেই একটি পিপিই কুড়িয়ে এনে তা পড়ে স্থানীয় পানীয় জলের কল ও পাড়ায় যায়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পারার সাথে সাথেই ওই যুবক পিপিইটি খুলে ফেলেন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে স্বাস্থ্য কর্মীরা ও উলুবেড়িয়া থানার পুলিশ। শুরু হয় স্বাস্থ্য পরীক্ষা। জানা গেছে, যুবক সহ মোট ৫ জনকে পর্যবেক্ষণে পাঠানো হয়েছে। উলুবেড়িয়া পুরসভার তরফে স্থানীয় এলাকা স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে। তবে পিপিইর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামগ্রী কীভাবে খোলাস্থানে পড়ে থাকে – তা নিয়েই উঠছে প্রশ্ন।