পুজোর পরেই উলুবেড়িয়া পৌর এলাকায় একলাফে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : পুজোয় গ্রামীণ হাওড়ার বিভিন্ন জায়গায় ভিড় উপচে পড়েছিল। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই বহু মানুষ পথে নেমেছিলেন। সেই দেখেই অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। এবার পুজোর পরেই উলুবেড়িয়া পৌর এলাকায় করোনায় সংক্রমণ একলাফে অনেকটা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ল প্রশাসনের কর্তাদের।

জানা গেছে, পঞ্চমী থেকে দশমী অব্ধি উলুবেড়িয়া পুর এলাকায় সংক্রামিত হয়েছেন ৩০। পুরসভা সূত্রে জানা গেছে ,বর্তমানে ৮, ২২, ২৭ ও ৩০ নং ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। জানা গেছে, উলুবেড়িয়া পৌর এলাকায় গত ১৪ ই অক্টোবর অব্ধি করোনার আক্রান্তের সংখ্যা ছিল ১৪। সেটা ১২ দিনের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ৫৬। আর এতেই ক্রমশ উদ্বেগ বাড়ছে উলুবেড়িয়াবাসীর।