শ্যামপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, লুঠ লক্ষাধিক টাকার গহনা, নগদ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে তালা ভেঙে দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার নবগ্রাম এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার রাতে শ্যামপুরের নবগ্রাম এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক কালীপদ দত্ত নিজের বাড়ির একটি ঘরে ঘুমাচ্ছিলেন। পাশের ঘরে তাঁর স্ত্রী বন্দনা দত্ত মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে দুষ্কৃতিরা কালীপদ বাবুর বাড়ির ছাদে উঠে গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত শিক্ষকের ঘরের দরজা ঠুকতে থাকে।

অভিযোগ, কালীপদ দত্ত দরজা খুলতেই দুষ্কৃতিরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ঘর লন্ডভন্ড করে দেয়। পাশের ঘরে ঢুকেও ডাকাতের দল তান্ডব চালায় বলে অভিযোগ। অভিযোগ, ঘরে ঢুকে আলমারি থেকে নগদ প্রায় ৪৫- ৫০ হাজার টাকা, লক্ষাধিক টাকার গহনা ও ৪ টি মোবাইল, এটিএম কার্ড সহ বেশকিছু বাক্স নিয়ে চম্পট দেয় ডাকাতের দল।

কালীপদ দত্ত বলেন, “মেয়ের সাত ভরি গহনা ও ৫০ হাজার টাকা রাখা ছিল বাড়িতে। ভয় দেখিয়ে সমস্ত কিছুই নিয়ে চম্পট দিয়েছে।” তিনি জানান, বুধবার সকালে খোয়া যাওয়া কিছু কাগজপত্র ও বাক্স বাড়ির কিছুটা দূরে দেখতে পাওয়া গেছে। খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।