নিজস্ব সংবাদদাতা : গত কয়েকদিন আগেই শ্যামপুরের অমরপুর গ্রামে প্রায় দে’ড়শ মিটার নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছিল। বাঁধের ক্ষতির জেরে আশঙ্কিত হয়ে পড়েছিলেন গ্রামের কয়েক হাজার মানুষ। দ্রুত সেই বাঁধ সারাতে এবার উদ্যোগী হল সেচ দপ্তর।
জানা গেছে, আগামী কয়েকদিনের মধ্যেই ষাঁড়াষাঁড়ি বান রয়েছে। তার আগে বাঁধ মেরামতির কাজ সম্পন্ন করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে সেচ দপ্তর। গতকাল দুপুরে নদীবাঁধ সংস্কারের কাজ পরিদর্শনে অমরপুর গ্রামে আসেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, উলুবেড়িয়ার মহকুমাশাসক অরণ্য বন্দ্যোপাধ্যায় সহ সেচ দপ্তরের পদস্থ আধিকারিকরা।
সেচ দপ্তর সূত্রে খবর, ষাঁড়াষাঁড়ি বান আসার আগেই অমরপুরে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করাই এখন তাদের মূল লক্ষ্য। এর পাশাপাশি, গাদিয়াড়াতেও বাঁধ সংস্কারের কাজ করা হবে বলে জানা গেছে।