নিজস্ব সংবাদদাতা : যে গ্রামে ৯৬ শতাংশ মানুষ গত নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়েছিল সেই গ্রামে তৃণমূলের সংখ্যালঘু নামের মন্ত্রী ফেক টুপি পরে। সে-ই গ্রামের মানুষকে যে প্রভাবিত করতে চেয়েছিল তাকেই গর্দানি খেতে হল, এটাই ইতিহাসের নিয়ম। ওরা ভেবেছিল, সারা পশ্চিমবঙ্গে হুমকি দিয়ে লুটতরাজ ও শাসন করে ম্যানেজ করে রাখবো। কিন্তু তা পারেনি। আমতার সারদা গ্রাম থেকে তাকে গর্দানি খেয়ে ফিরতে হলো। এভাবেই তৃণমূল আগামী দিনে গর্দানি খাবে। শুক্রবার সন্ধ্যায় আমতার সারদায় আনিসের বাড়িতে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন রাজ্যের দু’ই হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম ও পুলক রায়। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
সেই প্রসঙ্গে এদিন এভাবেই কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি আরও বলেন, আনিসের বাবা বিক্রি হয়ে যাননি। এদের কাছে প্রভাবিত হননি। শিরদাঁড়া সোজা রেখে প্রতিবাদ করেছেন। উল্লেখ্য, রাজ্যে খুন, সন্ত্রাস ন্যায়-বিচারের দাবি নিয়ে শনিবার উলুবেড়িয়ায় একটি মিছিল করতে এসে এমনটাই বললেন অধীর চৌধুরী। অনুব্রত সম্পর্কে কুনাল ঘোষের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন,”ঐ চোর চোট্টার কথার উত্তর দেব না।” অধীর রঞ্জন চৌধুরীর পাশাপাশি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি আমতার প্রাক্তন বিধায়ক অসিত মিত্র সহ অন্যান্য কংগ্রেস নেতারা।