নিজস্ব সংবাদদাতা : এবার প্রচারে হেভিওয়েট রাজনৈতিক নেতাদের পাশাপাশি সেলিব্রিটিদেরও ময়দানে নামিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এমনকি বিভিন্ন দলের প্রার্থী তালিকাতেও জায়গা পেয়েছেন সেলিব্রিটিরা।
এবার গ্রামীণ হাওড়ায় বিভিন্ন দলের হয়ে প্রচারে এসেছেন মিঠুন চক্রবর্তী, দেব, মনোজ তেওয়ারির মতো রূপোলী পর্দার স্টাররা। শুক্রবার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজির সমর্থন উলুবেড়িয়া-২ ব্লকের বাণীবন অঞ্চলে রোড-শো করলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।
হুডখোলা গাড়িতে চেপে নির্মল মাজিকে সাথে নিয়ে ঘোরাশালের মাঠ থেকে বড়গ্রাম নিমতলা অব্ধি রোড-শো করেন যাদবপুরের সাংসদ। এদিনের কর্মসূচি কয়েক’শো তৃণমূল কর্মী-সমর্থক অংশ নেন।