নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ার বাউরিয়া ফোর্ট গ্লস্টার স্টেট জেলারেল হাসপাতালের রুগীদের নিম্নমানের ও কম পরিমানের দেওয়ার অভিযোগ। হাসপাতালের বাইরে লাগানো আছে বোর্ডে। সেখানে উল্লেখ করা রয়েছে হাসপাতালে ভর্তি রোগীদের খাদ্য তালিকা। অভিযোগ সেই সরকারী খাদ্য তালিকা অনুযায়ী কোনো খাবারই দেওয়া হয়না রোগীদের। সকালের প্রাতঃরাশে ডিম, কলা আড়াইশো গ্রাম দূধ, রুটি ও ১০ গ্রাম চিনি দেওয়া কথা। কিন্তু রুগীদের অভিযোগ সকালের ব্রেকফাস্টে কোন দিন ও ডিম দেওয়া হয়না। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
আড়াই শো গ্রাম দূধের বদলে ১০০ গ্রাম দুধ দেওয়া হয়। দুপুরে মাছের পিসের ওজন ৭৫ গ্রাম দেওয়া কথা থাকলেও অভিযোগ অনেক ছোট আকারের মাছের পিস দেওয়া হয়। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অভিযোগ সরকারি খাদ্য তালিকা অনুযায়ী কোনো খাবারই দেওয়া হয়না বাউরিয়া স্টেট জেনারেল হাসপাতালে। হাসপাতাল সুপার তপন কুমার পালিত ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এই অভিযোগ পেয়ে তিনি আগেই বহুবার জেলা স্বাস্থ্য আধিকারিকদের জানিয়েছেন। খাবারের বরাত পাওয়া ঠিকাদার সংস্থাকেও বারবার বলা হয়েছে। আবার ও এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানান।