নিজস্ব সংবাদদাতা : এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে থাকা দোকানে স্টোনচিপ বোঝাই লরির ধাক্কা। আজ সকালে ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার আমতা থানার উদং-ফতেপুর বাসস্ট্যান্ডে।
সূত্রের খবর,আজ সকাল ৬ টা ১৫ নাগাদ আরামবাগ থেকে স্টোনচিপ বোঝাই একটি লরি আমতা-বাগনান রোড ধরে বাগনানের দিকে যাচ্ছিল।
উদং-ফতেপুরে বাসস্ট্যান্ডের কাছে হঠাৎই রাস্তায় উঠে পড়ে একটি বাইক। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ধাক্কা মারে বলে জানা গেছে।
দুর্ঘটনায় কেউ আহত না হলেও লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি দোকান।ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। দু’টি ক্রেন এনে লরিটিকে তোলা হয়। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ আমতা-বাগনান রোডে যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে।