নিজস্ব সংবাদদাতা : বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে গত ১০ ই মার্চ কর্মক্ষেত্রে বনধ ডেকেছিল একাধিক সংগঠন। রাজ্য সরকারের কড়া বার্তার পরও বনধে সামিল হয়েছিলেন সরকারি কর্মচারীদের একটা বড়ো অংশ। সরকারি বার্তাকে উপেক্ষা করে বনধের দিন যাঁরা স্কুলে গরহাজির ছিলেন হাওড়া জেলায় এমনই প্রায় ৮০০ জন প্রাথমিক শিক্ষককে শো-কজ় নোটিস ধরাল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, জেলার তিরিশটি সার্কেলে মোট ৭৯৭ জন শিক্ষক-শিক্ষিকা ওইদিন স্কুলে আসেননি বা কাজে যোগ দেননি। তাদেরকে প্রত্যেককেই শো-কজ করা হয়েছে। উল্লেখ্য, প্রায় আটশো শিক্ষক-শিক্ষিকার মধ্যে বেশিরভাগই হাওড়া গ্রামীণ এলাকার। উলুবেড়িয়া নর্থ সার্কেলের ৯৯ জন, উলুবেড়িয়া সাউথের ৩৯ জন, আমতা পূর্বের ২৫ জন, বাগনান নর্থের ৬১ জন, শ্যামপুর ইস্টের ৪৮ জন, উদয়নারায়ণপুরের ৩ জন, পাঁচলার ১১ জন, সিরাজবাটি চক্রের ৪১ জন শিক্ষক-শিক্ষিকাকে শো-কজ করা হয়েছে বলে জানা গেছে। ২৪ শে মার্চের মধ্যে প্রত্যেককে শো-কজের জবাব দিতে বলা হয়েছে। হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ প্রতিবেদককে জানান, জবাবে সন্তুষ্ট নাহলে কিংবা শো-কজের জবাব না পাওয়া গেলে নিয়ম মোতাবেক পদক্ষেপ করা হবে।
ডিএ-র দাবিতে ধর্মঘট! স্কুলে গরহাজির, হাওড়া জেলার প্রায় আটশো প্রাথমিক শিক্ষককে শো-কজ
Published on: