নিজস্ব সংবাদদাতা : মুম্বাই থেকে বেদানা বিদেশে রপ্তানির জন্য নিয়ে আসার পথে অন্যত্র পাচারের অভিযোগে এক ট্রাক চালককে গ্রেফতার করল মুম্বাই পুলিশ। আমতার আনুলিয়ার বাসিন্দা অনুপম পাল নামে নামে ওই ট্রাক চালক তথা ট্রাক মালিককে সোমবার রাতে বাগনানের এক হোটেল থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার পুলিশ তাকে উলুবেড়িয়া আদালতে তোলে ও মুম্বাই নিয়ে যাওয়ার জন্য রিমান্ডের আবেদন জানায়।পুলিশ ও অভিযোগকারী ব্যবসায়ীর কাছ থেকে জানা গিয়েছে, গত ২৫ ডিসেম্বর অনুপম মুম্বাইয়ের সোলাপুরের সাঙ্গোলা থেকে একটি ১৪ চাকার ট্রাকে করে বেদানা নিয়ে আসছিল মালদা বর্ডারে। বেদানার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। সেই মাল রপ্তানি করার কথা ছিল বাংলাদেশে। ২৮ ডিসেম্বর সেই মাল মালদা বর্ডারে পৌঁছানোর কথা ছিল। প্রসঙ্গত ওই দিন মালদা বর্ডারে সমস্যা থাকার জন্য রপ্তানি কারক সংস্থা অনুপমকে বেদানা ভর্তি ট্রাক আসামের করিমগঞ্জ বর্ডারে নিয়ে আসতে বলেন। কিন্তু ৩০ ডিসেম্বর থেকে অনুপমকে আর ফোন পাননি বেদানা রপ্তানি কারক সংস্থা। শেষমেষ তারা ১ জানুয়ারি মুম্বাইয়ের সোলাপুরের সাঙ্গোলা থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মুম্বাই পুলিশ তদন্ত শুরু করে। মুম্বাই পুলিশ খোঁজ নিতে আসে আমতায়। বিষয়টি তারা আমতা থানাকে জানায় ৪ জানুয়ারি। মুম্বাই পুলিশ ও আমতা থানার পুলিশ যৌথভাবেও খোঁজ শুরু করে অনুপমের। শেষমেষ তারা সোমবার তারা জানতে পারে অনুপম রয়েছে বাগনান এলাকায়। ওইদিন রাতেই তারা বাগনানের এক হোটেলে তল্লাশি করে ও সেখান থেকেই পুলিশ অনুপমকে গ্রেফতার করে।রপ্তানি কারক সংস্থার তরফে শশীকান্ত এলপলে বলেন, বেদানা রপ্তানি করার কথা ছিল বাংলাদেশের ঢাকায়। আমরা ২৭ তারিখে জানতে পারি ২৮ তারিখে মালদা বর্ডার বন্ধ হয়ে যাবে। তাই অনুপমকে বলা হয় ট্রাক আসামের করিমগঞ্জে। কিন্তু ৩০ তারিখে থেকে ওকে ফোনে না পাওয়ায় চিন্তায় পড়ে যায়। ফলে পুলিশের দ্বারস্থ হয়। অনুপমের ট্রাকে প্রথম বারের জন্য তারা মাল পাঠিয়েছিলেন। বেসরকারি পরিবহন সংস্থার পক্ষ থেকে তাদের ওই গাড়ি পাঠানো হয়েছিল। শশীকান্ত আরও বলেন, যাতে করে মালগুলো দ্রুত উদ্ধার করা যায় সেই আবেদন করেছি পুলিশের কাছে। পুলিশও আশ্বাস দিয়েছে।
মুম্বাই থেকে আনা পণ্য অন্যত্র পাচারের অভিযোগে বাগনানে গ্রেফতার এক ট্রাক চালক
Updated on: